নিঝুম দ্বীপে ঝড়ের হানা, ঘরবাড়ি বিধ্বস্ত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৬ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের হানায় বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। পাশাপাশি অন্তত ২০ হাজার মণ শুঁটকি নষ্ট হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এ কালবৈশাখী ঝড় লন্ডভন্ড করে দেয় নিঝুম দ্বীপ।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, এক ঘণ্টার ঝড়ে দ্বীপের তিন শতাধিক কাঁচা-পাকা ঘর বিধ্বস্ত হয়েছে।এছাড়া দ্বীপের বিভিন্ন স্থানে শুকাতে দেওয়া অন্তত ২০ হাজার মণ শুঁটকি নষ্ট হয়ে যায়।

এদিকে সকালে হাতিয়ার নিকটে ভাসানচরে স্পিটবোট ডুবিতে নিখোঁজ ৭ নৌকর্মকর্তাকে চট্টগ্রামের ভাটিয়ারিতে উদ্ধার করা হয়েছে।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা হচ্ছে।

এছাড়া ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা দেয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছেব বলেও জানান ইউএনও।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :