বহরমপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত টিম

ঠাকুরগাঁও প্রতিনিধি
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৭ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫

ঠাকুরগাঁও হরিপুরের বহরমপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ৫ সদস্যের তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার দুপুরে হরিপুর উপজেলার বহরমপুর এলাকায় গ্রামবাসীর সাথে মত বিনিময় ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহন করেন তারা।

তদন্ত কমিটির প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ন সচিব (সীমান্ত) মু. মোহসিন চৌধুরী। তার সঙ্গে রয়েছেন উপ-সচিব জাকির হোসেন, বিজিবির মহা-পরিচালকের প্রতিনিধি লে. কর্নেল মোর্শেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ নুরুন নাহার ওসমানী ও সদস্য নজরুল ইসলাম।

তদন্তকারী টিমের প্রধান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চান ঘটনাটি কি ঘটেছে এ বিষয়ে সঠিক ধারনা পেতে। এজন্য সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তাই আমরা এখানে এসেছি। আমরা আপনাদের কাছে সাক্ষ্য নিয়ে তা প্রতিবেদন আকারে প্রধানমন্ত্রীর বরাবরে প্রেরন করবো।’

গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে ভারতীয় সন্দেহে ৫টি গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজিবির গুলিতে ৩ গ্রামবাসী নিহত হয়। নিহতদের পরিবার আদালতে বিজিবির বিরুদ্ধে তিনটি পৃথক মামলাও করেছেন।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :