২৫১ কোটির নেকলেস পরে অস্কারে লেডি গাগা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪২

রবিবার হলিউড ও হলিউড সেন্টারের ডলবি থিয়েটারে বসেছিল অস্কার পুরস্কারের ৯১তম আসর। এবারের আসরে শ্রেষ্ঠ অরিজিন্যাল সং বিভাগে অস্কার জিতেছেন লেডি গাগা। ব্র্যাডলি কুপার অভিনীত ‘স্টার ইজ বর্ন’ ছবিতে ‘শ্যালো’ গানটির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

তবে মঞ্চে লেডি গাগার হাতে ওঠা অস্কার পুরস্কারের চেয়ে তার গলার দিকেই সবার নজর বেশি ছিল। কারণ গায়িকার গলায় যে ঝুলছিল ২৫১ কোটি টাকার হিরার নেকলেস। এদিন কালো অ্যালেক্সান্ডার ম্যাকুইন গাউন ও অড্রে হেপবার্নের হেয়ারস্টাইলে সেজেছিলেন লেডি গাগা।

১৯৬২ সালে অড্রে তার ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ’ ছবির পোস্টারে দামি এই নেকলেসটি পরেছিলেন। টিফানি অ্যান্ড কোম্পানির আর্কাইভে অত্যন্ত মূল্যবাণ ও অনন্য নেকলেসের টিফানি হিরা। ১২৮.৫৪ ক্যারাটের হলুদ হিরার নেকলেস ইতিহাসে মাত্র দুইজনই পরেছেন।

অড্রে হেপবার্নের পর সেই মহামূল্যবান নেকলেস পরলেন লেডি গাগা। প্রথম কোনো পুরস্কার অনুষ্ঠানে এটি পরা হল। যদিও ওই নেকলেস বিক্রির জন্য রাখা হয়নি। তবে বাংলাদেশি মুদ্রায় তার আনুমানিক মূল্য হবে ২৫১ কোটি ৩২ লাখ ২৩ হাজার টাকা।

ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :