ফরিদপুরে তিন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে তিন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে এ আদালত পরিচালিত হয়।

এসময় জেলা আনসার ভিডিপির একটি দল আদালতকে সহায়তা করে। এছাড়া বিএসটিআইর পক্ষ থেকেও সহযোগিতা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের কাঠপট্টি সংলগ্ন মেসার্স খান গ্যাস সাপ্লাই, গঙ্গা গ্যাস সাপ্লাই এবং সততা ট্রেডার্সে অভিযান চালানো হয়।

নির্বাহী হাকিম হাসান মো. হাফিজুর রহমান জানান, অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য প্রতিষ্ঠানে মজুদ রাখা ও বিক্রয় মূল্য তালিকা না থাকার দায়ে মেসার্স খান গ্যাস সাপ্লাই-এর ম্যানেজার আব্দুল হাইকে ১০ হাজার টাকা, গঙ্গা গ্যাস সাপ্লাই-এর মালিক বিপুল দত্তকে দুই হাজার টাকা এবং সততা ট্রেডার্স-এর মালিক ইলিয়াছ মোল্লাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)