দিগন্ত ধারা সাহিত্য পুরস্কার পেলেন যারা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৭

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১১ বিশিষ্ট ব্যক্তিকে ‘দিগন্ত ধারা সাহিত্য পুরস্কার-২০১৯’ দেয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।

মায়া মুকুট উপন্যাসের (অন্য প্রকাশ) জন্য পুরস্কার পেয়েছেন স্বকৃত নোমান,  কবিতায় অলক দাস গুপ্ত, প্রবন্ধে সৈয়দ আবুল হোসেন (‘আমার কথা’- প্রকাশক পুথিনিলয়), মুক্তিযুদ্ধভিক্তিক লেখার জন্য মাহবুব রেজা (‘পুরান ঢাকার কাজল ১৯৭১’-নালন্দা পাবলিকেশন্স), সাংবাদিকতায় কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, শিশুসাহিত্যে ডা. প্রণব কুমার চৌধুরী (‘দেবশিশু’- পুথিনিলয়), জীবনীগ্রন্থে পিয়াস মজিদ (‘স্মৃতি সত্তার সৈয়দ হক’- অন্য প্রকাশ), ইতিহাসে মিল্টন কুমার দে (‘রমেশ চন্দ্র মজুমদার জীবন ও কর্ম’- গ্রন্থ কুটির, প্রবন্ধে দিদার হাসান (‘গল্পের লেখক লেখকের গল্প’), কবিতায় এম মামুন হোসেন (‘নিজের শব বহন’-বেহুলা বাংলা), প্রচ্ছদ আঁকায়  মোস্তফা কারিগর (‘নিউটনের ছাত্রী’- পুথিনিলয়) এবং কবিতায় প্রিয়শংকর বন্দ্যোপাধ্যায় (‘বিপ্রতীপ’-রেয়ার বুকস্)।

ড. মো. আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, অশোক কুমার বড়–য়া, ডা. প্রণব কুমার চৌধুরী প্রমুখ।

গত তিন বছর দিগন্ত ধারা সাহিত্য পুরস্কার দেয়া হচ্ছে। বছরের নির্বাচিত ও সেরা বইয়ের লেখককে এই পুরস্কার দেয়া হয়ে থাকে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/মোআ)