কুষ্টিয়ায় গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০০

কুষ্টিয়ার কুমারখালীতে গুলিতে ইমদাদ খন্দকার নামে ৩৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার ভোরে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া এলাকার চেচুয়া বিলের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ইমদাদ কুষ্টিয়ার ইবি থানার রঞ্জিতপুর গ্রামের কটা খন্দকার ওরফে রাফি’র ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান জানান, ভোরে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া এলাকায় চেচুয়া বিলের পাশে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে কুমারখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখামাত্র তারা গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়।

‘এক পর্যায়ে মাদক কারবারিদের সবাই পালিয়ে গেলেও সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদকে মৃত ঘোষণা করেন।’ এছাড়া বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

ঢাকা টাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :