বইমেলায় ইফতেখার শুভর ‘মি. সল্যুশন ম্যান’

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এবারের বইমেলায় প্রকাশ হয়েছে নাট্য নির্মাতা ইফতেখার শুভর নতুন বই ‘মি. সল্যুশন ম্যান’। তরুণদের কাছে জনপ্রিয় এই নাট্যকারের জন্ম ১৯৮৮ সালের ১৭ জুলাই। তার ছেলেবেলা কেটেছে যশোর শহরে।

পারিবারিক কারণে কিছুকাল যুক্তরাষ্ট্রে ছিলেন। এককালে লেখালেখি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতৃভূমিতে ফেরেন। 

ইতোমধ্যে বেশকিছু জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে ‘ব্যাচেলর ডটকম’ অন্যতম। এছাড়াও তার অন্যান্য জনপ্রিয় নাটকগুলো হলো-‘ক্রিকেট ফ্যানস ক্লাব’, ‘থিওরি অব লাভ’, ‘অলৌকিক বিবাহ যাত্রা’ এবং ‘একজন বাবার গল্প’। 

২০০৬ সালের বইমেলায় তার ‘স্রষ্টার অস্বিত্ব’ নামের একটি প্রবন্ধ প্রকাশ হয়। 

‘মি. সল্যুশন ম্যান’ বইটির কাহিনি এমন-প্রকৃতির একটা নিজস্ব সিদ্ধান্ত কখনো কখনো সব জটিল হিসাব-নিকাশ পাল্টে দেয়। মি. সল্যুশন ম্যাওেনর জীবনের জটিল সমাধান এখন প্রকৃতির উপর ন্যস্ত।’

রাতক হয়ে এল। সোলাইমানের অবস্থা অবনতির দিকে। রাতের গাঢ় অন্ধকার ক্রমশ গ্রাস করতে শুরু করেছে আমার লেখার খাতা। চাঁদহীন আকাশের তারাগুলো হঠাৎ মেঘের দ্বারা আবৃত হতে শুরু করল। জানি না সেদিন সল্যুশন ম্যানের মৃত্যু হয়েছিল কি না কিংবা রেণু এসেছিল কি না... এভাবেই এগিয়ে যায় গল্পের কাহিনি। 

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজেড)