চাঁপাইনবাবগঞ্জে দুই ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৭ | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আঝইর এলাকার পেয়ারাবাগান থেকে লিফলেট, উগ্রবাদী বইসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। যারা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে দাবি করছে র‌্যাব। সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নাচোল উপজেলার ফুরশেদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে বাইরুল ইসলাম এবং একই এলাকার মমতাজ হোসেনের ছেলে শফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, জেএমবি’র কয়েকজন সদস্য গোপন বৈঠক করছে এমন খবরে সোমবার দিবাগত রাত দুটার দিকে র‌্যাবের একটি দল নাচোল উপজেলার আঝইর এলাকার একটি পেয়ারাবাগানে অভিযান চালায়। পরে সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৪/৫ জন পালিয়ে যায়। পরে সেখানে কিছু উগ্রবাদী বই, হ্যান্ডনোট ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা জেএমবি’র গায়রে এহসার সদস্য বলে র‌্যাবকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে নাচোল থানায় মামলা করা হয়েছে।

ঢাকা টাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :