১৬ বলে ফিফটি করে শুভগত হোমের রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২ | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৭

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে মঙ্গলবার রেকর্ড গড়েছেন শুভাগত হোম। মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৬ বলে ফিফটি করেছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। শুভাগতের আগে ২০১৩ সালে মিরপুরেই জাতীয় দলের হয়ে ‘এ’ দলের জার্সিতে ১৯ বলে ফিফটি করে পূর্বের রেকর্ডটি গড়েন মুমিনুল হক।

শুভগত যখন মাঠে নামেন, শাইনপুকুরের রান তখন ৪ উইকেটে ১০৯। ইনিংসে বল বাকি ছিল মাত্র ২৮টি। তৌহিদ হৃদয়কে নিয়ে এই ২৮ বল থেকে ৮৩ রান যোগ করেন শুভাগত। ১৮ বলে চার বাউন্ডারি ও ছয় ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গী হৃদয় ৪১ বলে ৬৬ রান করেন। শুভাগতের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে শাইনপুকুর।

জবাবে ইরফান শুকুরের ২৯ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসেও হার মানে মোহামেডান। ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানে থামে আশরাফুলের দল। আশরাফুল নিজে ২০ বলে ২১ রান করে আউট হন।

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :