জামালপুরে অটোচালক হত্যায় চারজনের যাবজ্জীবন

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৭

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরে আটোবাইক চালক বাবর আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান এ রায় দেন।

আসামিরা হলেন- আল আমীন (২০), মিলন (১৯), আব্দুল মালেক (১৯) ও জরিপ উদ্দিন (২৮)। এদের সকলের বাড়ি জামালপুর শহরের হাটচন্দ্রা গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, জামালপুর শহরের হাটচন্দ্রা গ্রামের শাহ মো. বাবর আলী (২৩) ২০১৪ সালের ১৪ জুলাই সন্ধ্যায় আটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে অজ্ঞাত দুর্বৃত্তরা অটোবাইক ও মোবাইল ছিনিয়ে নিয়ে বাবর আলীকে নৃশংসভাবে হত্যা করে ঝিনাই নদীতে ফেলে রেখে যান। পরদিন সকালে রশিদপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে ভাসমান অবস্থায় বাবর আলীর লাশ উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।

এ ব্যপারে নিহতের পালক পিতা হানিফ উদ্দিন ২০১৪ সালের ১৬ জুলাই জামালপুর সদর থানায় ৯জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান ৪জনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। অপর ৫ আসামিকে বেকসুর খালাসের আদেশ দেন।

রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র ও বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশসহ ৭ আইনজীবী।

ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/ইএস