বুধবার শুরু হচ্ছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ কার্যবর্ষের নির্বাচনে দুই দিনব্যাপী ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল বুধবার।

এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে। পরদিন বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণের পর রাতে ভোট গণনা করা হবে।

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সমিতির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল জানান, সমিতির ২৪ হাজার ৬৮৪ জন সদস্যের মধ্যে এবার ভোটার ১৭ হাজার ৮৯৭ জন।

নির্বাচনে ২৭টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই পক্ষই নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদী।

সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমিতির সাবেক সভাপতি কাজী নজিউল্ল্যাহ হিরু বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। একসঙ্গে সবাই কাজ করছি। আশা করছি, আমরা অধিকাংশ পদেই জয়লাভ করব।’

নীল প্যানেলেও কোনো বিরোধ নেই বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার। তিনি বলেন, ‘আশা করছি গতবারের ফলাফলের চেয়ে এবার আমাদের ফলাফল অনেক ভালো হবে।’

নীল প্যানেল থেকে সভাপতি পদে গত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে সাদা প্যানেলে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতিসহ ১৩টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জায়লাভ করেছিল। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয় পায়।

এবারের নির্বাচনে নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি এ আর মিজানুর রহমান, ট্রেজারার মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. নিহার হোসেইন ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া ছোটন, লাইব্রেরী সম্পাদক মো. জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোরশেদা খাতুন শিল্পী, দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী হয়দার জীবন, খেলাধুলা সম্পাদক মো. মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা।

সদস্য পদে আজহার উদ্দিন রিপন, কাজী রাওশান দিল আফরোজ, এম আর, রাসেল, মো. বাবুল আক্তার, মো. ইব্রাহিম খলিল, মো. ইকবাল মাহমুদ সরকার, মো. মেহেদী হাসান জুয়েল, মো. রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মাদ ইব্রামি (স্বপন), মোহাম্মাদ মোস্তফা কামাল, মো. ইয়াছিন মিয়া, মোসা. ফারহানা আক্তার লুবনা, নজরুল হক সুভা, শাহীন সুলতানা খুকি ও সাদেকুল ইসলাম ভুঁইয়া জাদু।

সাদা প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মাদ হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার আব্দুল জলিল আফরাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, লাইব্রেরী সম্পাদক মো. আতাউর রহমান খান রুকু, সাংস্কৃতিক সম্পাদক শায়লা পারভীন পিয়া, দপ্তর সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম কাদির, খেলাধুলা সম্পাদক পদে মো. উজ¦ল মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে হুমায়ুন খন্দকার টগর।

সদস্য পদে আয়েশা বিনতে আলী, এএইচএম শফিকুল ইসলাম মোল্লা সোহাগ, হোয়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. সাব্বির হাসান, মো. বাহারুল ইসলাম বাহার, মো. হাসান আকবার আফজাল, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল শিকদার, মো. মাসুম মিয়া, মো. মাসুম মৃধা, সাইফুল ইসলাম, সৌরভ হোসেন, তানভীর আহমেদ সজিব ও তুষার ঘোষ।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :