টেকনাফ-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩০

বৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। জাহাজগুলো ফেরার সময় দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে ছয়টি জাহাজ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

জাহাজগুলো ফেরার সময় দ্বীপে আটকা পড়া আড়াই হাজার পর্যটককে ফিরিয়ে আনবে জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে কোনও জাহাজ অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।’

এর আগে গতকাল সোমবার বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ থেকে কোনও পর্যটকবাহী জাহাজ ছাড়তে দেয়নি স্থানীয় প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়ার উদ্দেশে আসা সাড়ে তিন হাজার পর্যটক টেকনাফে আটকা পড়ে। আর দ্বীপে কোনও জাহাজ না যাওয়ায় সেখানে আটকা পড়ে আড়াই হাজার পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমেদ বলেন, ‘মঙ্গলবার সকালে আবহাওয়া ভালো হওয়ায় জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরে যেতে পারবেন।’

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ টেকনাফ ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘আবহাওয়া শান্ত হাওয়ায় অনুমতি নিয়ে সেন্টমার্টিনে পর্যকবাহী জাহাজ চলাচল শুরু করেছে। তবে দ্বীপে যাওয়া ও আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনও জাহাজ অতিরিক্ত যাত্রী বহন করলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :