বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মার্চ

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৯

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ মার্চ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান (চলতি দায়িত্ব)।

তাবিউর রহমান বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ অফিসিয়ালি ক্লাস শুরু করবে। তবে, বিভিন্ন  জটিলতার কারণে এবারে ক্লাস শুরুর কিছুদিন পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে নবীনদের বরণ করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে ভর্তি হয়েছেন প্রায় এক হাজার ৩১৫ জন শিক্ষার্থী।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)