মিলানে ‘স্বপ্নকুঁড়ি চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৮

ইতালির মিলানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে স্বপ্নকুঁড়ি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মিলানের দারুল হিকমা একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। শিশু-কিশোরদের নিয়ে মাতৃভাষার উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।

শহীদ দিবসে শিক্ষার্থীরা ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার সুন্দরভাবে অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলে। দারুল হিকমা একাডেমির অধ্যক্ষ জুনাইদ সোবহান, উপাধ্যক্ষ প্রফেসর জিয়াউল করিম, প্রফেসর আবু নাসের বাহার দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

চারটি গ্রুপে প্রায় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলোচনা শেষে বিজয়ী শিশু-কিশোরদের মধ্য পুরস্কার তুলে দেন একাডেমির শিক্ষকবৃন্দ এবং সকল ভাষাশহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ছিলেন- হাফেজ মাওলানা আনিসুর রহমান, গিয়াস উদ্দিন ইমরান, মাওলানা আবু রাশেদ শাহীন, শাহাদাত হোসাইন, মাওলানা আবু সুফিয়ান মাসুদ, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা রেজাউল করীম আসগর, শামছুল আলম, মাওলানা আব্দুল মারুফ ইব্রাহীম বাবর, জয়নাল আবেদিন, কাউছার হোসাইন রাসেল, আল ইমরান, জেবুন নেসা, তাজরিয়ান আবেদিন সঞ্চিতা, নূরুন নাহার, নাজিমুদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :