​ চুড়িহাট্টার ঘটনায় খুনের অপরাধে সরকার দায়ী: কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২ | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০০

পুরান ঢাকার নিমতলরি ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকার গত নয় বছরে তদন্ত কমিটির সুপারিশ ও আদালতের নির্দেশ পালন না করায় চুড়িহাট্টার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, চুড়িহাট্টার ঘটনায় খুনের অপরাধে সরকার দায়ী।

চকবাজারের চুড়িহাট্টায় আগুনে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার এক শোকসভায় এ কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে নাগরিক শোক সভাটি আয়োজন করে গণফোরাম।

জনগণের প্রতিনিধি নির্বাচিত না হলে তাদের কাছে জনগণের অধিকারের কোনো মূল্য নেই উল্লেখ করে ড. কামাল বলেন, ‘যারা মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় বসে আছে, তারা কীভাবে নিজেদের নির্বাচিত দাবি করে। আর এ জন্যই জনগণের অধিকারের কোনো মূল্য তাদের কাছে নেই।’

‘এই সরকার নির্বাচিত নয় বলেই আদালতের আদেশের পরও গত নয় বছরে নিমতলীর আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন হয়নি। পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলার জন্য খুনের অপরাধে সরকার দায়ী।’ বলেন দেশের্ এই জ্যেষ্ঠ আইনজীবী।

ড. কামাল হোসেন বলেন, ‘আজ থেকে নয় বছর আগে পুরান ঢাকাকে কীভাবে নিরাপদ এবং সাজানো যায় সে বিষয়ে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। এটা জানতে চাই, নয় বছর তো রাতারাতি নয়। পুরো সময় একই সরকার ক্ষমতায়। আজকে আবার কোর্ট আদেশ দিয়েছেন।’

কামাল হোসেন বলেন, ‘নিমতলীতে একই ঘটনা ঘটেছিল। ১২৪ জন মারা গিয়েছিল। নয় বছরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তথ্য চাই। জনগণ তথ্য চায়, কী পদক্ষেপ নেয়া হয়েছে। এটা না জানানো মহা অন্যায়।’

শোকসভায় অন্যান্যের মধ্যে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘এতগুলো মানুষের জীবন গেল, সরকার শোক ঘোষণা করল ৫ দিন পর।’ চকবাজারের ঘটনার ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান চকবাজারের ঘটনার বাস্তবসম্মত সমাধান করার আহ্বান জানিয়ে বলেন, ‘কেমিক্যালের গোডাউন সরিয়ে নিতে হবে। তাদের জন্য অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে।’

কেমিক্যাল মালিকদের কাছ থেকে সাবেক দুই শিল্পমন্ত্রী লক্ষ-কোটি টাকা উৎকোচ নিয়েছেন বলে দাবি করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বর্তমান শিল্পমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান শিল্পমন্ত্রী বলছিলেন, চকবাজারের অগ্নিকাণ্ড সিলিন্ডার বিস্ফোরণে ঘটেছে। এটা স্থানীয় ব্যবসারীরাও বলছিলেন। এখন তিনি কিছু বলুন।’

সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘এক মাঘে শীত যায় না। মনে করেছেন জনগণের নেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখলে আর কেউ কথা বলবে না। কিন্তু না, আমরা কথা বলতেই থাকব।’

সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বীর প্রতীক, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, অধ্যাপক আবু সাঈদ, আমসা আমিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/জিএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ

কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

এই বিভাগের সব খবর

শিরোনাম :