অচিরেই পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: আইজিপি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৬ | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১২

পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ব্যবহার করা হচ্ছে মন্তব্য করে সম্মিলিত পরিকল্পনা নিয়ে অচিরেই সেসব উদ্ধার করা হবে বলে জানিয়েছেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার দুপুরে রাঙামাটির সুখীনীলগঞ্জের জেলা পুলিশ লাইনে কয়েকটি প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন পুলিশ প্রধান।

দেশের বর্তমান পরিস্থিতি অতীতের যে কোনও সময়ের চেয়ে ভাল মন্তব্য করে আইজিপি বলেন, ‘দু-একটি ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করলে হবে না। দেশের আইনশৃঙ্খলা পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের পর পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ব্যবহার করা হচ্ছে। এসব অস্ত্রগুলো উদ্ধারে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলো অচিরেই উদ্ধার করা হবে।’

পুলিশ প্রধান রাঙামাটির কাউখালী, জুরাছড়ি, রাজস্থলী থানা ভবন, লংগদুর গুলশাখালী পুলিশ ফাঁড়ি ভবন, রাঙামাটি পুলিশ লাইনের অস্ত্রাগার ভবন উদ্বোধন করেন।

এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জর ডিআইজি খন্দকার গোলাম ফারুখ রাঙামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :