রূপগঞ্জে বাড়িঘরে হামলা, আহত ৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতা ও জমির বিরোধ নিয়ে বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় চারজন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোতালিব মিয়া, জরিনা বেগম, হাবিবা ও লিপি আক্তার।

জরিনা বেগমের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, একই এলাকার মুনসুর আলীর সঙ্গে তাদের পূর্ব থেকে শত্রুতা ও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সকালে মুনছুর আলী, ফাহিম, ইয়াকুব, আলম, তারেক, শাকিব, নজরুল ইসলাম, নাজমুল ও নাদিমসহ কয়েকজন বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে। এ সময় জরিনা বেগমের স্বামী মোতালিব মিয়া বাধা দিলে হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে। মোতালিব মিয়ার চিৎকারে জরিনা বেগম ও তার দেবরের স্ত্রী হাবিবা ও লিপি আক্তার এগিয়ে গেলে তাদেরও আহত করা হয়। পরে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।

অভিযুক্ত মুনসুর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের সঙ্গে রাস্তা নিয়ে বিরোধ আছে। কিন্তু বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :