গফরগাঁওয়ে লরিচাপায় শিশু নিহত

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৭

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস

ময়মনসিংহের গফরগাঁওয়ে লরিচাপায় আ. আহাদ নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দুপুর পৌণে দুইটার দিকে বালুভর্তি লরির চালক মিনহাজ মিয়া পতিত জমি ভরাট করার সময় নিহত আহাদসহ আরও কয়েকজন শিশুখেলা করতে ছিল। এ সময় লরিটি পেছনে গেলে অন্যরা সরে পড়লেও স্কুলছাত্র আহাদ চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত আহাদের মা লিজা আক্তার বলেন, আমার ছেলে স্কুল থেকে এসে কাপড়-চোপড় খুলে রাস্তায় দাঁড়িয়ে ছিল। পেছন দিক থেকে বালুর গাড়ি এসে আমার ছেলেকে মেরে ফেলে। আমি এর বিচার চাই।

নিহতের পিতা জুয়েল মিয়া বলেন, আমার ছেলে পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আমার ছেলে মৃত্যুর জন্য যারা দায়ী আমি তাদের বিচার চাই।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)