‘পাকিস্তানিরা বলিউডে আসে মেধার জোরে’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৯ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৬

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা এলাকায় জঙ্গি হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত হন। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক ইসলামপন্থী জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ। এরপরই বলিউডে পাকিস্তানি শিল্পী ও কলাকুশলীদের নিষিদ্ধের ঘোষণা আসে। তবে কাউকে নিষিদ্ধ করার পক্ষে নন ভারতের জনপ্রিয় টিভি উপস্থাপিকা, অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস’ চ্যাম্পিয়ন শিল্পা শিন্ডে।

তার বক্তব্য, ‘আমি এসব নিষিদ্ধকরণ সংস্কৃতির বিরুদ্ধে। দুঃখজনক হচ্ছে, টিভি ও চলচ্চিত্র অঙ্গনের সংগঠনগুলো একই কাজ করছে। কাজ করে খাওয়ার অধিকার সবারই আছে। আমার রুটি-রুজির ওপর চড়াও হওয়ার অধিকার কারও নেই। পাকিস্তানি শিল্পীরা বলিউডে কাজ করতে আসে মেধার জোরে। একদিন তো আমিও এই নিষিদ্ধকরণের আওতায় পড়তে পারি।’

শিল্পার এই মন্তব্যের পর একের পর এক ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে তাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসব হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। এর আগে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলেন সাবেক ক্রিকেটার ও অভিনেতা নভোজাৎ সিং সিধু। কপিল শর্মার শো-তে গিয়ে তিনি বলেন, ‘যারা হামলা চালিয়েছে তারা সন্ত্রাসী। সন্ত্রাসীরা কোনো জাতির হতে পারে না। তাই পাকিস্তানি শিল্পী ও কুলাকুশলীদের নিষিদ্ধের সিদ্ধান্ত অনুচিত।’

এই মন্তব্যের পর কপিল শর্মার শো থেকে বাদ দেয়া হয় সিধুকে। এমনকি ফিল্ম সিটিতে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। শিল্পা এই বিষয় নিয়েও কথা বলেন। তার কথা, ‘সিধু-জি কী এমন খারাপ কথা বলেছেন? লোকে তার বক্তব্যকে অযথাই পেঁচিয়েছে। তিনি কখন সন্ত্রাসীদের পক্ষ নিলেন? মানছি যে বন্ধু ইমরান খানের সমালোচনা না করে তিনি রাজনৈতিক ভুল করেছেন। কিন্তু তারা তো একসঙ্গে অনেক দিন খেলেছেন।’

উপস্থাপিকা শিল্পা শিন্ডে ভারতীয় রাজনীতির বর্তমান বিরোধী দল কংগ্রেসের সদস্য। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর সিধুও এই দলে যোগ দেন। শিল্পা উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকেন বেশি। মাঝে মাঝে অভিনয়েও দেখা যায়। আর সিধু বিভিন্ন কমেডি শো ও রিয়েলিটি শো-য়ের নিয়মিত অতিথি। মাঝে মধ্যে তাকেও দেখা যায় রুপালি পর্দায়।

ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :