মাহমুদউল্লাহদের অনুপ্রেরণায় ভারত-শ্রীলঙ্কার সাফল্য

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৪ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৮

কিছুদিন আগে বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে এশিয়ার দুই জায়ান্ট ভারত এবং শ্রীলঙ্কা। কিন্তু এশিয়ার বাইরে এখনো সফলতার মুখ দেখেনি বাংলাদেশ। সেই খরা কাটানোর অপেক্ষায় টাইগাররা। আর নিজেদের এই লক্ষ্যে ভারত-শ্রীলঙ্কার সাফল্যকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রঙিন পোশাকে হোয়াইটওয়াশের হতাশা দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের কিউই সফর। ওয়ানডের ক্ষত ভুলে বৃহস্পতিবার ভোরে সাদাপোশাকে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজরা। ঘুরে দাঁড়ানো কঠিন হলেও ভারত-শ্রীলঙ্কার কাছ থেকে অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

অধিনায়কের কথায়, ‘সম্প্রতি ভারত-শ্রীলঙ্কার উদাহরণ থেকে অবশ্যই অনুপ্রেরণা নেয়ার চেষ্টা করব। কারণ তারা যেভাবে খেলেছে, আমরাও আমাদের তেমন সামর্থ্য অনুযায়ী খেলতে চাই। আমরা এই কন্ডিশন সম্পর্কে জানি। তাছাড়া কোন বোলার কেমন করবে সে বিষয়েও আমাদের ধারণা আছে। এখন আমরা আমাদের কীভাবে প্রয়োগ করতে পারি সেটাই বড় বিষয়।’

ওয়ানডেতে ভরাডুবির পর কিউইদের বিপক্ষে টেস্ট চ্যালেঞ্জে জয়ী হওয়া নিয়ে সংশয় অনেকের। তারপরও আশা হারাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। কঠিন লড়াইয়ের জন্য মানসিকভাবেও প্রস্তুত বলে জানিয়ে রাখলেন তিনি, ‘এই কন্ডিশনে কেমন পারফরম্যান্স করছি বা টেস্ট ম্যাচ জিততে পারব কি পারব না, সবার ভেতরে এই সংশয়টা থাকে। তবে একজন অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবে আমি মনেকরি, আমাদের মধ্যে আপাতত এমনটা কাজ করছে না। আমরা মোটামুটি জানি যে, কন্ডিশন কঠিন হবে, সুইং হবে। এটা যেনেও আমরা নিজেরা নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখছি।’

চলতি সফরে দলে নেই টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সেই সঙ্গে পাঁজরের পুরোনো চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন দলের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাদের পরিবর্তে ডাক পাওয়া ক্রিকেটারদের সুযোগটা কাজে লাগানোর উপদেশ দিয়েছেন মাহমুদউল্লাহ।

মুশফিকের চোটের বর্তমান অবস্থা জানাতে গিয়ে অধিনায়ক বলেন, ‘মুশফিক সুস্থতার পথেই আছে। তবে কালকের ম্যাচে হয়তো আমরা তাকে পাচ্ছি না। আগেই বলেছি মুশফিক এবং সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একই সময়ে তাদের বদলে যারা সুযোগ পাবে, তারা যেন দুই হাত ভরে সুযোগটা কাজে লাগাতে পারে।’

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ধোনি নামতেই গ্যালারিতে ‘কান ফাটানো’ শোরগোল, ঘড়িতে ‘নয়েজ এলার্ট’

আইপিএলে একই ম্যাচে জরিমানা গুনলেন দুই অধিনায়কই

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়: অনুপস্থিত পাঁচ ক্রিকেটার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

এই বিভাগের সব খবর

শিরোনাম :