টানা দ্বিতীয় জয়ে সেমিতে প্রাইম ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৩ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১২

প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে টানা দ্বিতীয় জয়ে সেমিতে ওঠেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বুধবার নবম ম্যাচে আবাহনীকে ৪৯ রানে পরাজিত করে তারা। ম্যাচসেরার পুরস্কার জেতেন প্রাইম ব্যাংকের পেস অলরাউন্ডার রুবেল মিয়া। প্রথম ম্যাচেও ৪৪ রান করেন ২৬ বছর বয়সী অখ্যাত এই ক্রিকেটার।

রুবেল মিয়ার ব্যাটে চড়েই আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। ৫৬ বলে ৭৬ রান করেন ডানহাতি এই ওপেনার। তার ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার। আরেক ওপেনার এনামুল হক বিজয় করেন ৩৭ রান। জাকির হোসেন (১৭), আল আমিন (২০), আরিফুল হক (২১) ছোট অথচ কার্যকর ইনিংস খেলেন।

আবাহনীর পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও সাব্বির রহমান নেন একটি করে উইকেট।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেটে ১২৭ রানের বেশি তুলতে পারেনি আবাহনী। দলের স্বীকৃত ব্যাটসম্যানদের সবাই ব্যর্থ। সাব্বির রহমান ৬ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত (১১) ও সাইফউদ্দিনও (১২) ইনিংস বড় করতে পারেনি। সর্বোচ্চ ৩৬ রান করেন পেসার রুবেল হোসেন।

প্রাইম ব্যাংকের পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন মহর শেখ। অলক কাপালিও ২২ রানে নেন ৩টি। এছাড়া পেসার আল আমিন হোসেন পান ২টি উইকেট।

দিনের প্রথম ম্যাচে উত্তরা ক্রিকেট ক্লাবকে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ রানে হারিয়ে শেখ জামালও নিশ্চিত করেছে শেষ চার।

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :