লালমোহনে ভুয়া চিকিৎসকের এক বছর কারাদণ্ড

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩

ভোলা জেলার লালমোহনে মারুফ হোসেন (৩৫) নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে লালমোহন পৌর শহরের উত্তর বাজারে শিকদার হোমিও ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমী জানান, চক্ষু চিকিৎসার কোনো ধরনের সনদ না থাকা সত্ত্বেও আটক মারুফ দীর্ঘদিন ধরে বাবা জলিল শিকদারের হোমিও ফার্মেসিতে বসে চক্ষু চিকিৎসার নামে গরিব লোকদের টাকা হাতিয়ে নিচ্ছিল। তার চিকিৎসায় কোনো লোক ভালো হয়নি।

সম্প্রতি অপচিকিৎসার শিকার একজন গরিব রোগী ভোলার জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর অভিযোগ দিলে বিষয়টির তদন্তে নামে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার অভিযানের সময় তিনি কোনো ধরনের ডাক্তারি সনদ দেখাত পারেননি। তাই তাকে এক বছরের কারাদ- দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :