ময়মনসিংহে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে মাদকসহ একজনকে এবং পরোয়ারনাভুক্ত আরো এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফুলবাড়ীয়া থানার ওসি জানান, এসআই শেকান্দার আলী, এএসআই খ‌লিলুর রহমান ও এএসআই আকবর খান সংগীয় ফোর্সসহ অ‌ভিযান প‌রিচালনা করে একজন গ্রেপ্তারি পরোয়ানায়ানাভুক্ত, মাদকসহ একজন ও ধর্ষ‌ণের চেষ্টার অপরা‌ধে একজনসহ মোট তিনজন আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদাল‌তে  সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএ)