মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারীপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮

মাদারীপুরের উপজেলার ইশিবপুর ইউনিয়নের নগরগোয়ালদি এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গফুর মাতুব্বর নামে ৬০ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে।

নিহত গফুর একই এলাকার হেলাল মাতব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই নগরগোয়ালদি এলাকার একটি পুকুরে গফুরসহ কয়েকজন মাছ ধরতে নামেন। এ সময় বজ্রপাত হলে গফুর গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, পুকুরে মাঝ ধরতে গেলে বজ্রপাতে একজন নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বজ্রপাতে একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :