সুইজারল্যান্ডে অমর একুশে পালিত

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩

ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন সুইজারল্যান্ড শাখার আয়োজনে ‘অমর একুশে’ পালিত হয়েছে। অনুষ্ঠান থেকে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

ইপিবিএ সুইজারল্যাড শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুইজারল্যান্ড মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব আরবেলা স্ট্যাটোভোসি এবং বিশেষ অতিথি ছিলেন ইপিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহনূর খান।

এছাড়াও জিকো বাদল, সোহেল আহমেদ রুবেনসহ কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা নতুন প্রজন্মকে আরো বেশি মাত্রায় বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট করার জন্যে অভিভাবকদের প্রতি আহবান জানান।

একুশের তাৎপর্যকে নতুন প্রজন্মের মাঝে ধারন করতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ একুশের গান কবিতা ও নৃত্য নিয়ে সংস্কৃতিক সন্ধ্যা এবং আলোচনা সভায় প্রচুরসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এসময় সেলিমা খানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ভাষা ও দেশীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ইপিবিএর কেন্দ্রীয় সভাপতি শাহনূর খান ও ব্যবসায়ী হাবিব আহাম্মেদ।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :