ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরিতে ধবলধোলাই ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৬ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৬

৫০ বলে সেঞ্চুরি, ৫৫ বলে অপরাজিত ১১৩। ৭ চার, ৯ ছক্কা! এক ইনিংসেই ব্যবধান গড়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বুধবার বিরাট কোহলির ঘরের মাঠ ব্যাঙ্গালুরুতে নায়ক বনে গেলেন তিনি। তার বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতেও জিতেছিল তারা। ফলে ২-০ ব্যবধানে ভারতকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করল সফরকারী দল।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে ভারত। ওপেনার লোকেশ রাহুল করেন ২৬ বলে ৪৭ রান। ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত থাকেন ৭২ রানে। ৩৮ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিও উপহার দেন ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস।

অস্ট্রেলিয়ার পক্ষে বেহেরেনডর্ফ, কোল্টার নাইল, প্যাট কামিন্স আর ডি’আর্চি শর্ট পান একটি করে উইকেট।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানে ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। আউট হয়ে ফিরে যান মার্কাস স্টয়নিস (৭) ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৮)। তবে তৃতীয় উইকেটে আর্চি শর্ট-ম্যাক্সওয়েল ৭৩ রানের জুটি গড়লে ঘুরে দাঁড়ায় অজিরা। ২৮ বলে ৪০ রান করে আর্চি শর্ট আউট হলে ভাঙে এ জুটি।

এরপর পিটার হ্যান্ডসকম্বকে নিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাক্সওয়েল। চতুর্থ উইকেটে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। হ্যান্ডসকম্ব অপরাজিত থাকেন ১৮ বলে ২০ রান করে। তাদের কল্যাণে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। ম্যাচসেরা ও সিরিজসেরা ‍দুটো পুরস্কারই ওঠে ম্যাক্সওয়েলের হাতে।

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :