সৌম্যর ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৩ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১১

তামিম ইকবালের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসে দিনটি হতে পারত বাংলাদেশের। ১২৮ বলে ১২৬ রান করলেন বাঁহাতি ওপেনার। এরপরও হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গেল সফরকারীরা। জবাবে বিনা উইকেটে ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

অথচ নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই অভিষিক্ত এবাদত হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন টম ল্যাথাম। তখন তিনি রানের খাতা খুলেননি। সেই লাথাম জীবন পেয়ে অপরাজিত আছেন ৩৫ রানে। লাথামের সঙ্গী জিত রাভাল তুলে নিয়েছেন ফিফটি। ৫১ রানে অপরাজিত আছেন তিনি।

টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মাত্র ৫৯.২ ওভার ব্যাটিং করতে পেরেছে সফরকারী দল। ৪৭ রানে ৫ উইকেট নিয়ে টাইগারদের গুঁড়িয়ে দেন বাঁহাতি পেসার নেইল ওয়াগনার।

বাংলাদেশের শুরুটা কিন্তু ভালো ছিল। তামিম-সাদমানের ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। ব্যক্তিগত ২৪ রানে সাদমান ইসলাম ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হলে ভাঙে এ জুটি।

মধ্যাহ্ন বিরতির একটু আগে নেইল ওয়াগনারের বলে আউট হয়ে ফিরে যান মুমিনুল হক (১২)। ফেরার আগে দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন মুমিনুল।

বিরতির পর ১৪৭ থেকে ১৪৯- এই ২ রানের ব্যবধানে মোহাম্মদ মিঠুন (৮) ও সৌম্য সরকারকে (১) হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে খেলে যেতে থাকেন তামিম। তুলে নেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও ক্যাররিয়ারর নবম টেস্ট সেঞ্চুরি। কিন্তু ব্যক্তিগত ১২৬ রানে আউট হয়ে যান তিনি। ১২৮ বলের ইনিংসটিতে ছিল ২১টি চার ও একটি ছক্কার মার।

তামিম ফেরার পর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস। ৩৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৩৪ রানে থামে সফরকারী দল। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন লিটন দাস। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান তারই!

নিউজিল্যান্ডের পক্ষে ওয়াগনার ৫টি ও টিম সাউদি নেন ৩টি উইকেট। ট্রে্ন্ট বোল্ট আর কলিন ডি গ্র্যান্ডহোম নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৯.২ ওভারে ২৩৪/১০ (তামিম ১২৬, সাদমান ২৪, ‍মুমিনুল ১২, মিঠুন ৮, সৌম্য ১, মাহমুদউল্লাহ ২২, লিটন ২৯, মেহেদী মিরাজ ১০, আবু জায়েদ ২, খালেদ আহমেদ ০, এবাদত ০*; সাউদি ৩/৭৬, ওয়াগনার ৫/৪৭)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৮ ওভারে ৮৬/০ (রাভাল ৫১*, লাথাম ৩৫*)

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :