চুরি যাওয়া নবজাতক চার দিন পর উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫১ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল থেকে ১১ দিনের এক নবজাতক চুরির চার দিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান,নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান ।

বৃহস্পতিবার সকালে শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে ২৪ ফেব্রুয়ারি নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ করেন নবজাতকের বাবা আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের আবুল কাশেম।

ওসি জানান, ২৪ ফেব্রুয়ারি সকালে আবুল কাশেমের স্ত্রী তার ১১ দিনের নবজাতককে নিয়ে হাসপাতালে যান নিজের চিকিৎসা করাতে। এসময় লেবার ওয়ার্ডের বাইরে শিশুটিকে শাশুড়ি জায়েদা আক্তারের কাছে রেখে যান। জায়েদা আক্তার শিশুটিকে কোলে নিয়ে লেবার ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন জায়েদার কাছে গিয়ে বোরকা পরা এক নারী আদর করে শিশুটিকে তার কোলে নেন। কিছুক্ষণ পর কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান ওই নারী।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :