হাওর রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় প্রতিবাদ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৯

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জে ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।

সংবাদ সম্মেলন থেকে তারা নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ সমাপ্ত না করার প্রতিবাদে ২ মার্চ (শনিবার) বেলা ১১টায় একযোগে জেলার সকল উপজেলা সদর ও ইউনিয়ন কমিটি পর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বপন কুমার দাস রায়ের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন- সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়। পরে সভাপতি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তন দেন।

এসময় উপস্থিত ছিলেন- হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর উপদেষ্টা পরিষদ সদস্য বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, রমেন্দ্র কুমার দে মিন্টু, সহ-সভাপতি সুখেন্দু সেন, সদস্য অধ্যক্ষ রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, মাসুম হেলাল, ইমরানুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সদর উপজেলা আহ্বায়ক চন্দন রায়, সদস্য সচিব শহীদ নূর আহমদ।

প্রসঙ্গত, সুনমগঞ্জের ১১টি উপজেলায় এবার ফসলরক্ষা বাঁধের কাজ করবে ৫৫৩টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)। যার মধ্যে সদর উপজেলায় ৯টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ১৬টি,ধর্মপাশায় ৭৪টি, জামালগঞ্জে ৫৩টি, তাহিরপুরে ৬৩টি, দক্ষিণ সুনামগঞ্জে ৪০টি, ছাতকে ৭টি, জগন্নাথপুরে ৫০টি, দোয়ারাবাজারে ২৩টি, দিরাইয়ে ১০১টি ও শাল্লা উপজেলায় ১১৪টি রয়েছে। তাতে খরচ হবে ৯৫ কোটি টাকা।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু আমরা আমাদের সকল উপজেলা কমিটি ও আপনাদের সংবাদ মাধ্যমে বুঝতে পারছি নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হবে না। তাই প্রমাণিত হলো। কোন বাঁধের কাজ শেষ হয়নি। প্রশাসনের কর্তাব্যক্তিদের আচরণেও তা প্রত্যক্ষ হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)