হ্যামিল্টন টেস্টে তামিমদের হাতে কালো ব্যাজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০

গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। তাতে প্রাণ হারান ৭০ জনেরও বেশি মানুষ। পাশাপাশি মঙ্গলবার পৃথিবী ছেড়ে বিদায় নেন জাতীয় দলের সাবেক কোচ, নারী ক্রিকেটের প্রতিষ্ঠাতা এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব সৈয়দ আলতাফ হোসেন।

দুই শোককে বহন করেই বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কালো ব্যাজ পরে মাঠে নেমেছিল বাংলাদেশ দল।

তবে ওয়ানডের মতো টেস্টেও খুব একটা ভালো শুরু করতে পারেনি সফরকারীররা। ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ২৩৪ রানে ঘুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।

চকবাজারের ঘটনার দিনই নিউজিল্যান্ড থেকে দুঃখ প্রকাশ করেছিলেন টাইগাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতদের জন্য দোয়া চেয়েছিলেন তামিম, রুবেল, সাব্বিররা।

ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :