সাবেক এমপি রানা আদালতে অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৩

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় হাজিরা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপজনিত কারণে আমানুর রহমান খান রানা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

টাঙ্গাইলের কোট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার বাদী পক্ষের আরও একজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। রানার উপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। পরে আদালতের বিচারক মাকসুদা খানম ৪ এপ্রিল এ মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

টাঙ্গাইলের কোট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, হঠাৎ আমানুর রহমান খান রানার প্রেসার বেড়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রানার চিকিৎসা চলছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা বলেন, দুপুর দেড়টার দিকে সাবেক এমপি রানা হাসপাতালের ভর্তি হন। তিনি হাসপাতালের তৃতীয় তলায় ভিআইপি কেবিনে রয়েছেন। আমাদের একটি মেডিকেল টিম তাকে সার্বক্ষণিক দেখাশোনা করছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :