মেয়র পদে উপনির্বাচন বলেই ভোটার কম ছিল: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন বলেই কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেন, ‘উপনির্বাচন হওয়ায় আর মেয়র পদের মেয়াদ এক বছরের কম— এ কারণেই ভোটার উপস্থিতি কম ছিল।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন বিষয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীপু মনি।

নির্বাচন কমিশনের খবর অনুযায়ী নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ডিএনসিসিতে ভোটার উপস্থিতি কম থাকলেও যেখানে সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর নির্বাচন হয়েছে সেখানে ভোটার উপস্থিতি বেশি ছিল।

‘আশা করছি, আতিকুল ইসলাম জয়ী হবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনভিপ্রেত ঘটনার খবর পাওয়া যায়নি।’

ভোট আগের রাতে হয়ে গেছে- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এই বক্তব্য প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘তাদের এই মন্তব্যটা মনে হয় আগের রাতেই তৈরি হয়েছে। ঘটনা আর যা-ই হোক না কেন।’

‘সংসদে বিরোধী দল আছে। বিরোধী দল উপনির্বাচনে অংশ নিয়েছে। এর বাইরে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে দেশের অগ্রগতিকে বাধা সৃষ্টি করতে একের পর এক চেষ্টা করছে দলটি। ’

নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে অনুষ্ঠানের কারণে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে দলের পক্ষ থেকে ধন্যবাদ দেন দীপু মনি।

এছাড়া বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেন দীপু মনি। এ ছাড়া ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত দুই শিশুর প্রতি শোক প্রকাশ করেন মন্ত্রী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক, এ বি এম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/টিএ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :