পোলার্ড ঝড়ে পেশোয়ারের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মুলতান সুলতানসকে ৭ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি। ছয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পেশোয়ার এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। সাত ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে মুলতান আছে পঞ্চম অবস্থানে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে মুলতান সুলতানসের দেয়া ১৭৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতে সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পেশোয়ার জালমি।

দলের পক্ষে কাইরন পোলার্ড ২৭ বলে একটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৫২ রান করে অপরাজিত থাকেন। ৩৭ বলে সাতটি চারের সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন উমর আমিন। ৩৪ বলে ৩৯ রান করেন ওপেনার ইমাম-উল-হক। ১৪ বলে ২৪ রান করেন অপর ওপেনার আন্দ্রে ফ্লেচার। মুলতানের বোলারদের মধ্যে মোহাম্মদ ইরফান ১টি, মোহাম্মদ ইলিয়াস ১টি ও শহীদ আফ্রিদি ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে মুলতান সুলতানস। দলের পক্ষে ৩১ বলে ৫৭ রান করেন জনসন চার্লস। ৪১ রান করেন জেমস ভিন্স। ১২ বলে ১৮ রান করেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ২১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। পেশোয়ারের বোলারদের মধ্যে হাসান আলী ১টি, লিয়াম ডসন ১টি ও উমাইদ আসিফ ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন পেশোয়ার জালমির কাইরন পোলার্ড।

সংক্ষিপ্ত স্কোর

মুলতান সুলতানস: ১৭২/৫ (২০ ওভার)

পেশোয়ার জালমি: ১৭৬/৩ (১৯.২ ওভার)

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে না খেলার ব্যাখ্যা দিলেন সাকিব

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :