বইমেলার সময় বাড়ল দুই দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৬ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

শেষ দিনে এসে বাংলা একাডেমির একুশে গ্রন্থমেলার সময় বাড়ল দুই দিন। আগামী ২ মার্চ পর‌্যন্ত চলবে মেলা। বরাবরের মতো ১ ফেব্রুয়ারি শুরু হওয়া মাসব্যাপী একুশে বইমেলা আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হওয়ার কথা ছিল।

আজ সন্ধ্যায় মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মেলা দুই দিন বাড়ানোর ঘোষণা দেন।

বর্ধিত দুই দিন মেলা শুরু হবে বেলা ১১টায়। শেষ হবে রাত নয়টায়। অবশ্য শুক্র ও শনিবার মেলা এমনিতেও ১১টায় খুলে থাকে।

এবারের বইমেলায় নানা কারণে কয়েক দিন বিঘ্ন ঘটে। তাতে মক্ষতিগ্রস্ত হন প্রকাশকরা। গতকাল (বুধবার) প্রাকৃতিক বৈরী পরিবেশের কারণে শেষ বিকালে মেলা বন্ধ রাখে বাংলা একাডেমি। আজ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে রাজধানীর সড়কে নিয়ন্ত্রিত হয় যানবাহন। বিপুলসংখ্যক পাঠক শেষ দুই দিনকে লক্ষ্যে রাখেন মেলা থেকে পছন্দের বইগুলো কেনার জন্য। সেটি এবার বিঘ্নিত হয়। এ ছাড়া সপ্তাহ খানেক আগে ঝড়বৃষ্টিতে স্টলগুলোতে পানি ঢুকে হাজারো বই ভিজে নষ্ট হয় প্রকাশকদের।

সব মিলিয়ে মেলার সময় বাড়ানোর দাবি ছিল পাঠক ও প্রকাশকদের। এ নিয়ে গত দুই দিন সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম।

অবশেষে মেলার সময় বাড়ল। সংস্কৃতি প্রতিমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মেলার সময় বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :