‘নম্বর বাড়িয়ে দেয়া’র কথা বলে টাকা নেয়ার অভিযোগ

গাইবান্ধা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের চরেরহাটের পবনাপুর এফএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১৪৪ জন পরীক্ষার্থীর কাছ থেকে বৃহস্পতিবার ২০০ টাকা করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসএসসির শারীরিক শিক্ষা পরীক্ষায় বেশি নম্বর দেয়ার কথা বলে এই টাকা নেয়া হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন পরীক্ষার্থী।

বিষয়টি স্বীকারও করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল খালেক।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় পবনাপুর এফএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১৪৪ জন পরীক্ষার্থী একই ইউনিয়নের ফকিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়েছে। এসএসসির শারীরিক শিক্ষা পরীক্ষা নিজস্ব বিদ্যালয়েই দিয়েছে পরীক্ষার্থীরা। এদিন তাদের কাছে থেকে পরীক্ষায় বেশি নম্বর দেয়া এবং পরীক্ষার্থী ও শিক্ষকসহ খাওয়ার অনুষ্ঠানের জন্য টাকা নেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, বুধবার আমাদের বলে দেয়া হয়েছে ২০০ টাকা করে বিদ্যালয়ে জমা দিতে হবে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে পৌঁছার পর শিক্ষকরা পরীক্ষায় বেশি নম্বর দেয়ার কথা বলে এই টাকা জমা নিয়েছেন।

২০০ টাকা করে নেয়া হয়নি দাবি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক বিকালে বলেন, খাতা কেনা ও প্রশ্ন বানানো বাবদ পরীক্ষার ফি হিসেবে পরীক্ষার্থীদের কাছ থেকে ১০০ থেকে ১৫০ টাকা করে নেয়া হয়েছে। বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতি বিষয়ের জন্য ৯০ টাকা করে নেয়ার বিধান আছে। ফরম ফিলাপের সময় কম টাকা নেয়া হয়েছে। এই টাকা নেয়া হয় কারণ আমাদের হাতে নাম্বার আছে। এছাড়া পরীক্ষা শেষে শিক্ষক ও পরীক্ষার্থীদের একসাথে একটা খাওয়া-দাওয়া হয়। কয়েকজনের কাছ থেকে টাকা নেয়াই হয়নি বলে জানান এই প্রধান শিক্ষক।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন বলেন, এভাবে কোন বিদ্যালয়ের কর্তৃপক্ষ টাকা নিতে পারে না। এটা নেয়ার নিয়ম নেই। অন্যায়কে আমি সাপোর্ট দেব না। বিষয়টি দেখব।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :