জয়পুরহাটে কৃষকদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ১৫:২৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিক্ষোভ করেছেন কৃষকরা। শুক্রবার সকালে উপজেলার বয়রা গ্রামের রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

কৃষকদের অভিযোগ, ওই গ্রামের প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা একটি গভীর নলকূপে ২/৩শ বিঘা জমিতে সেচ দেয়ার ক্ষমতা থাকলেও ওই মাঠে এক হাজার বিঘারও বেশি জমি রয়েছে। এতে চরা দামেও সময় মতো তারা জমিতে সেচ দিতে পারেন না। এতে প্রতিবছরই তাদের উৎপাদন কম হয়। এ অবস্থায় ওই গ্রামের দরিদ্র কৃষকরা পাম্প বসানোর উদ্যোগ নিলে তাতে প্রভাবশালীদের বাধা দেয়।

বক্তারা বলেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে না নিলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

বক্তব্য রাখেন- বয়রা গ্রামের কৃষক হাবিবুর রহমান, খালেক মাস্টার, শাহাজান, আব্দুল কাদের প্রমুখ।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :