ফাইনালে উঠতে শাইনপুকুরের পুঁজি ১৮১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৭:৪৯ | প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ১৫:৫৪

আফিফ হোসেনের হাফ সেঞ্চুরি আর সাব্বির হোসেন এবং শুভাগত হোমের ঝোড়ো ইনিংসের উপর ভর করে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে তারা। সুতরাং, ফাইনালে উঠতে হলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে করতে হবে ১৮২ রান।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকে তারা। দলের পক্ষে অধিনায়ক আফিফ হোসেন ৪১ বলে ৬৫ রান করেন।

এছাড়া ৩২ বলে ৪৭ রান করেন সাব্বির হোসেন। ১৭ বলে ৩১ রান করেন শুভাগত হোম। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বোলারদের মধ্যে চার ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট নেন সালাউদ্দিন শাকিল। চার ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন শহীদুল ইসলাম। তিন ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট নেন ইলিয়াস সানি।

সংক্ষিপ্ত স্কোর

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ১৮১/৭ (২০ ওভার)

(সাব্বির হোসেন ৪৭, আফিফ হোসেন ৬৫, তৌহিদ হৃদয় ২৪, শুভাগত হোম ৩১; সালাউদ্দীন শাকিল ৪/২৮, শহীদুল ইসলাম ২/২৫, ইলিয়াস সানি ১/২৭)।

(ঢাকাটাইমস/১ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :