বেগুনী পাতার লাল ধান

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ১৬:১৩

ময়মনসিংহের হালুয়াঘাটে নতুন এক ধরনের ধান এসেছে। ধানটি এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে। বেগুনী পাতার এই লাল ধানটি চাষ করেছেন উপজেলার সরচাপুর গ্রামের কৃষক মাহবুবুল আলম।

কৃষক মাহবুব বলেন, ‘কুমিল্লার এক বন্ধুর নিকট থেকে ১৫শ টাকায় দুই কেজি বীজ সংগ্রহ করেছিলাম। সেই বন্ধু ধানটি কোরিয়া থেকে আমদানি করেন।’

তিনি বলেন, ‘ধানটা দেখতে যেমন চমৎকার, স্বাদ ও ঘ্রাণও বেশ। এটা ব্রি-২৯ ধানের মত। এর গোঁড়া ও কাণ্ড মজবুত।’

মাহবুব বলেন, ‘এই ধানের জাতটা ভিন্ন রঙের হলেও রোপন করার ক্ষেত্রে অন্যান্য জাতের ধানের মতই। দেশীয় বোরো ধানের বীজতলা যেভাবে তৈরি করতে হয়, এর বীজতলাও একইভাবে করতে হয়। ২৫-৩০ দিন পর এই বীজ ক্ষেতে রোপন করা যায়। এই ধানকে সহজে কোন পোকা-মাকড়ে আক্রমণ করতে পারে না।’

তিনি বলেন, ‘দুই কেজি ধানের বীজ দিয়ে ৩০ শতাংশ জমি আবাদ করেছি। আশা করছি, প্রতি শতাংশে এক মণেরও বেশি ধান ফলবে।’

কৃষক মাহবুব জানান, ‘নড়াইল গ্রামের হাসান আলী, সরচাপুর গ্রামের আব্দুল হালিম ও গাঙিনারপাড় গ্রামের আরশাদ আলীসহ অনেকেই আমার কাছে অগ্রিম এর বীজ চাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘উপজেলা কৃষি অফিস আমাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করছে।’

এলাকার প্রবীণ কৃষক মহর উদ্দিন বলেন, ‘মাহবুবের ক্ষেত পুরো মাঠের মাঝে ভিন্ন রঙের। এ ধরনের ধান আমরা কখনো দেখিনি।’

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাকিল মিয়া বলেন, ‘এ ধানটা এদিকে এবারই প্রথম এসেছে। তাই আমরা স্বেচ্ছায় প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ‘এ ধানটা কৃষক নিজেই সংগ্রহ করেছেন। আমি ক্ষেতটি পরিদর্শন করেছি। লক্ষ্য করছি, ক্ষেতের প্রয়োজনীয় পরিচর্যা হচ্ছে। ধানটি যেহেতু নতুন ধরনের, তাই আমরা এটাকে পর্যবেক্ষণে রেখেছি। যদি এর গুণগত মান ভাল হয়, তবে আশা করছি এখান থেকে কৃষকরা নতুন কিছু পাবেন।’

(ঢাকাটাইমস/২মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :