২৯ বলে ৭২ জিয়াউর, ফাইনালে শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০১৯, ২০:১৫ | প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ১৭:৪৬

দুর্দান্ত একটি ইনিংস খেললেন জিয়াউর রহমান। ২৯ বলে চারটি চার ও সাতটি ছক্কার সাহায্যে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। সেই সাথে অধিনায়ক নুরুল হাসান সোহান ৩১ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। তাদের দুজনের ঝোড়ো ইনিংসের উপর ভর করে ফাইনালে উঠল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনাল ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শাইনপুকুরের দেয়া ১৮২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শেখ জামাল।

দলটি ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৫ রানে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে। এরপর জিয়াউর রহমান ও নুরুল হাসান সোহান ১১৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শাইনপুকুরের বোলারদের মধ্যে সোহরাওয়ার্দী শুভ ২টি, টিপু সুলতান ১টি ও দেলোয়ার হোসেন ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের হাফ সেঞ্চুরি আর সাব্বির হোসেন এবং শুভাগত হোমের ঝোড়ো ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

দলের পক্ষে অধিনায়ক আফিফ হোসেন ৪১ বলে ৬৫ রান করেন। এছাড়া ৩২ বলে ৪৭ রান করেন সাব্বির হোসেন। ১৭ বলে ৩১ রান করেন শুভাগত হোম। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বোলারদের মধ্যে চার ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট নেন সালাউদ্দিন শাকিল। চার ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন শহীদুল ইসলাম। তিন ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট নেন ইলিয়াস সানি।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৫ উইকেটে জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ১৮১/৭ (২০ ওভার)

(সাব্বির হোসেন ৪৭, আফিফ হোসেন ৬৫, তৌহিদ হৃদয় ২৪, শুভাগত হোম ৩১; সালাউদ্দীন শাকিল ৪/২৮, শহীদুল ইসলাম ২/২৫, ইলিয়াস সানি ১/২৭)।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ১৮২/৫ (১৭.৪ ওভার)

(ফারদিন হাসান ২২, নাসির হোসেন ১৬, নুরুল হাসান সোহান ৪৩*, জিয়াউর রহমান ৭২*; সোহরাওয়ার্দী শুভ ২/৩১, টিপু সুলতান ১/২৩, দেলোয়ার হোসেন ১/৪১)।

(ঢাকাটাইমস/১ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :