জবি শিক্ষার্থী সুমনের মুক্তি দাবি

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ১৮:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এহসান হাবীব সুমনকে গ্রেপ্তার ও মামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। সুমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ ব্যাচের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান জবি শাখা ছাত্র ইউনিয়নের নেতারা।

ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য ও সাধারণ সম্পাদক এমএন জুনায়েদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলের জেরে ক্যাম্পাসে সশস্ত্র মহড়ার ঘটনায় ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে ক্যাম্পাসে গণগ্রেপ্তার চালায় পুলিশ। এসময় বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে নিজের মোটরবাইক রাখতে আসা নিরপরাধ ছাত্র এহসান হাবীব সুমনকে পুলিশ তুলে নিয়ে যায়। সুমন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন না। টিউশনি ও বিভিন্ন কোচিং সেন্টারে পড়িয়ে নিজের ও পরিবারের খরচ বহন করতেন সুমন। পিতৃহীন সুমন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। সুমনের বিধবা মা ও প্রতিবন্ধী বোন সুমনের টিউশনির টাকার ওপর নির্ভরশীল।’

নেতৃবৃন্দ বলেন, ‘সুমনের মতো নিরপরাধ শিক্ষার্থীদের এমন হয়রানি বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি ও প্রকৃত সন্ত্রাসীদের আড়াল করার চেষ্টা। ৪৮ ঘণ্টার মধ্যে নিরপরাধ শিক্ষার্থী সুমনের মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ছাত্র ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।’

এদিকে, বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সুমন খোলা চিঠি পাঠিয়েছে। সেখানে সুমন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলেন, ‘আপনাদের কাছে একটা অনুরোধ রইলো স্যার,ভবিষ্যতে আপনারা কোনো নিরপরাধ সন্তানের জীবনকে এভাবে নষ্ট করবেন না। মামলা দেবার আগে একটাবার হলেও একটু দেখে নেবেন। বৃহত্তর স্বার্থে কোনো নিরীহ ছাত্র যেন কখনো বলির পাঠা না হয়ে যায়।’

(ঢাকাটাইমস/০১মার্চ/আইএইচ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :