‘এখন কেউ দুঃস্বপ্নেও রাজনীতিবিদ হতে চান না’

প্রকাশ | ০১ মার্চ ২০১৯, ২০:৫৪

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ রাজনীতি নিয়ে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, এখন আর কেউ দুঃস্বপ্নেও রাজনীতিবিদ হতে চান না। মানুষের ভোটাধিকারও এখন অক্ষুণ্ন নেই বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে পার্থ লিখেছেন: ‘বছরের পর বছর রাজনীতিবিদরা রাজনীতিকে এমনভাবে কুলষিত করেছে যে একজন সাধারণ মানুষ দুঃস্বপ্নেও রাজনীতিবিদ হতে চান না ...বাকি ছিল শুধু ভোটাধিকারটা যখন পাঁচ বছর পর পর মানুষ একটা সুযোগ পেত মত প্রকাশের ...এখন সেটাও শেষ ...।’

আন্দালিব রহমান পার্থ গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে নায়ক ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী মাঠে বেশ সরব থাকলেও ভোটের দিন নানা কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

টক শো’র পরিচিত মুখ পার্থকে ইদানীং টেলিভিশনেও তেমন একটা দেখা যায় না। এক সময় ফেসবুকে বেশ সরব থাকলেও অনেক দিন পর সংক্ষেপে রাজনীতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন সাবেক এই সাংসদ।

(ঢাকাটাইমস/০১মার্চ/জেবি)