সরকার সংকটে: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ২১:৫৯

সরকার সংকটে আছে বলে দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। সরকারের ভেতরে অস্থিরতা বিরাজ করছে বলে মনে করেন তিনি। সরকারি দল সোহরাওয়ার্দী উদ্যানে এখন জনসভা করলে সেখানে সম্মানজনক লোক সমাগম করা কঠিন হবে বলেও দাবি করেন গণফোরাম সভাপতি।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন কামাল হোসেন। ‘২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস’উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

ড. কামাল বলেন, ‘বাস্তবতাকে উপেক্ষা করে শাসকেরা নিজেদের দেশের মালিক মনে করলে তা মেনে নেওয়া হবে না। ভুল কথা বলে এবং অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশকে পরিচালনা করা উচিত না। জনগণ দেশের মঙ্গল চায়।’

ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘দেশের মালিক হিসেবে জনগণের প্রতি সরকারের যে শ্রদ্ধাশীল হওয়ার কথা তা হচ্ছে না। অবাধ নিরপেক্ষ নির্বাচন ছিল জনগণের দাবি। কিন্তু ২৯ ডিসেম্বর রাতে কী হলো? সেটা অবাধ ছিল? নিরপেক্ষ ছিল? কী ছিল সেটা?’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে দলটির সাবেক এই নেতা বলেন, ‘আগের আওয়ামী লীগ এখন নেই। সেই সময়ের আওয়ামী মানে ছিল জনতা। ইতিহাসের মৌলিক বিষয় নিয়ে বিতর্কের অবকাশ নেই। এ দেশ তো রাজতন্ত্র না, অমুকের সন্তান বা কন্যা বলে রাজত্ব করতে পারবে।’

কামাল হোসেন বলেন, ‘সরকার মহা সমস্যায় পড়ে গেছে যে নতুন জেলখানা তৈরি করতে হচ্ছে। সাড়ে সাত কোটি মানুষ থাকা অবস্থায়ও বাঙালিকে জেলে ভরে রাখা সম্ভব হয়নি। এই হুমকির কোনো অর্থ নেই।’

আলোচনা সভায় আ স ম রব বলেন, ‘গতকাল সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ভোট দিতে না গিয়ে সরকারকে থাপ্পড় মেরেছে। যে দেশে ভোট নাই সে দেশে ভোট দিবস! শুনলে হাসি পায়।’

ইতিহাসকে কোনো একটি দল পকেটে ভরতে পারবে না বলে জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করা হচ্ছে।’

২ মার্চ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার সংগ্রামকে এক ব্যক্তির সংগ্রাম করে রাখা হয়েছে। এর থেকে বের হতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামাতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।

(ঢাকাটাইমস/০১মার্চ/জিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :