লেবাননে বাংলাদেশিদের বিনামূল্যে দূতাবাসের স্বাস্থ্যসেবা

ওয়াসীম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ২২:৩৪

বাংলাদেশি প্রবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার স্থানীয় সময় আড়াইটায় বাংলাদেশ দূতাবাসের হল রুমে এ স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন- বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ ‘বিজয়’র ক্যাপ্টেন নজরুল ইসলাম।

এসময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ নৌবাহিনীর অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর দুইজন ডাক্তার অন্তত ৩০০ জন বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় প্রবাসীদের চিকিৎসা দেন।

রাষ্ট্রদূত বলেন, ‘লেবাননে চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় অনেক অসহায় অসুস্থ প্রবাসীরা ডাক্তার দেখাতে পারেন না, আবার অনেকে ভাষাগত সমস্যায় ডাক্তারকে তাদের রোগের কথা বুঝাতে পারেন না বলে সঠিক চিকিৎসাসেবাও পান না। তাই বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে।’

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :