অবসর পিছিয়েও দিতে পারেন গেইল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৪:৪৮ | প্রকাশিত : ০২ মার্চ ২০১৯, ১৪:২২

ক্রিস গেইল আগেই বলে রেখেছিলেন বিশ্বকাপের পরে ওয়ানডে থেকে অবসর নেবেন। কিন্তু গ্রেনাডায় ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে নিজেই দোনামনায় পড়ে গেলেন।

তার ১৬২ রানের ইনিংসে ছক্কাই মেরেছেন ১৪টি। এটা ওয়ান ডে-তে তার দ্বিতীয় সর্বোচ্চ রান। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি। তিন ইনিংসে রান ৩৪৭। গড় ১১৫.৬৬। স্ট্রাইক রেট ১২০.০৬। বুধবার গেইলের ওয়ান ডেতে ১০ হাজার রানও হয়ে গেল। যে কৃতিত্ব ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে একমাত্র ছিল ব্রায়ান লারার।

স্বভাবতই প্রশ্ন উঠল, এমন অবিশ্বাস্য ফর্মে থেকেও কি ১০ দিন আগে নেওয়া অবসরের সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করবেন না? এবং ঘটনা হচ্ছে গেইল স্বয়ং সেই ইঙ্গিতই দিলেন। বলেন,‘ মনে হয় আমার ব্যাটিংয়ে বিনোদনের এমন মশলা অতীতে খুব কম ম্যাচে ছিল। ক্রিকেট সত্যিই অসাধারণ একটা খেলা। আসলে হালফিলে প্রচুর টি-টোয়েন্টি খেলছিলাম। তাই আবার ওয়ান ডে-তে ফিরে আসা কঠিন। হতে পারে আস্তে আস্তে ওয়ান ডে-র সঙ্গে আমার শরীর মানিয়ে নিতে পারবে। তবে তার জন্য আরও শরীরের চর্চা করতে হবে। হতে পারে আপনারা আরও কিছুদিন ক্রিস গেলকে দেখতে পাবেন। আসলে পরিস্থিতি দ্রুত বদলায়। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আমার শারীরিক সক্ষমতার উন্নতিই হবে। দেখা যাক...।’ গেইলের এই মন্তব্যেই স্পষ্ট অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ব্যাপারটা তার মাথায় এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের সাফল্য সত্যিই তাকে দোনামনায় ফেলে দিয়েছে।

(ঢাকাটাইমস/২মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আইপিএলে একই ম্যাচে জরিমানা গুনলেন দুই অধিনায়কই

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়: অনুপস্থিত পাঁচ ক্রিকেটার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

এই বিভাগের সব খবর

শিরোনাম :