শিবচরে আগুনে প্রাণ গেল প্রতিবন্ধী বৃদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০১৯, ১৯:৪৯

মাদারীপুর শিবচরের মুন্সী কাদিরপুরে আগুনে পুড়ে মারা গেছেন করিমন বিবি নামে এক প্রতিবন্ধী (৫৫)।

শনিবার দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কুলসুম বিবি (৩৫) নামে অপর একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার সময় শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মুন্সী কাদিরপুর গ্রামে কাদির শেখের বসতঘরে আগুন লাগে। আগুনে ৪টি ঘর এবং দুটি গরু পুড়ে যায়। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে এলাকাবাসীর ধারণা। আগুনে পুড়েই মারা যান করিমন বিবি।

নিহত করিমন বিবি একই ইউনিয়নের কাচাই মুন্সীর কান্দি গ্রামের মৃত আনেছ ঢালীর স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর থেকে মেয়ে জামাইর বাড়িতেই বসবাস করতেন। পেশায় তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

কাদির ইউনিয়ন চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর দেড়টার দিকে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদির শেখের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে এলাকাবাসী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে পুড়ে করিমন বিবি (৫৫) মারা যান।

ঢাকাটাইমস/০২মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :