‘নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম’

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০১৯, ২০:১৮ | প্রকাশিত : ০২ মার্চ ২০১৯, ১৯:৪৯

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মুজমদার বলেছেন, ‘বিতর্কিত নির্বাচনের কারণে মানুষের মাঝে ভোটে আগ্রহ কমেছে। মানুষের মাঝে চরম অনাগ্রহ ও অনাস্থার সৃষ্টি হয়েছে। নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মধ্যে। বিরোধী দল ছাড়া দেশে গণতন্ত্র হয় না।’

শনিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সুজনের আঞ্চলিক পরিকল্পনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারের স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করার জন্য সংসদে বিরোধী দলের কথাও বলেন বদিউল আলম। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন, দুদকের মতো রাষ্ট্রীয় সংস্থাগুলো দলীয়করণ ও পক্ষপাতদুষ্টের কারণে কার্যকারিতা হারিয়েছে।’

সুজনের অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা সুজনের আহ্বায়ক গিয়াসদানী কোরায়েশী কাজলের সভাপতিত্বে বিভাগসহ পাঁচ জেলার জেলা ও উপজেলা কমিটির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে সুজনের প্রয়াত সব সদস্যের স্মরণে শোকবার্তা পাঠ করেন আলী ইউসুফ। তাদের উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।

(ঢাকাটাইমস/০২মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :