আফ্রিকানের ছুরিকাঘাতে ফের বাংলাদেশি নিহত

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১০:২৫ | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৯, ০৯:৪৬
ফাইল ছবি

আবারও সাউথ আফ্রিকায় খুন হলেন বাংলাদেশি। ছুরিকাঘাতে এবার প্রাণ হারালেন জহিরুল ইসলাম হাওলাদার নামে মধ্য বয়সী এক ব্যক্তি। শনিবার বিকাল তিনটার দিকে দেশটির কেপটাউনে জহিরুলের ব্যবসা প্রতিষ্ঠানে খুন হন তিনি।

নিহত জহিরুল শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকার মৃত সাদেক হাওলাদারের ছেলে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছে গেছে। সেখানে জহিরুলের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, ১৫ বছর আগে সাউথ আফ্রিকায় যান জহিরুল। ব্যবসা চালু করেন কেপটাউন শহরে। প্রতিদিনের মতো শনিবার নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। এসময় সন্ত্রাসীরা এসে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জহিরুলকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর অবস্থায় স্থানীয়রা জহিরুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে স্থানীয় একটি থানায় রয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন জহিরুলের পরিবার।

এর আগে বিভিন্ন সময়ে একই ভাবে সাউথ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

ঢাকাটাইমস/০৩ মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :