রাজশাহীতে ট্রলি উল্টে চালক নিহত

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৯, ১৪:১০
ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রলি উল্টে যানটির চালক রুবেল হোসেন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল রাজশাহীর চারঘাট উপজেলার আনাড়ী জাইগিরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।

গোদাগাড়ী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে কাঠভর্তি ট্রলিটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। উপজেলা সদরের ফায়ার সার্ভিস মোড়ে আসার পর হঠাৎ ট্রলির সামনের ডান দিকের চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রলি উল্টে কাঠগুলো চালকের উপর পড়লে ঘটনাস্থলেই রুবেল মারা যায়।

ট্রলিতে থাকা সাইদুর নামের অপর এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর আধা ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ময়নতাদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৩মার্চ/আরআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :