বগুড়ায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৬:০৭ | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৯, ১৫:৫২

বগুড়ায় উচ্ছেদ অভিযানে রেলওয়ে জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের তিনমাথা থেকে ফতেহ আলী ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ৩৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রাজশাহী রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগদ্বন্ধু মণ্ডল, লালমনিরহাটের ডিও, বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, জিআরপি পুলিশসহ স্থানীয় প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

মো. নুরুজ্জামান জানান, রেলওয়ের ২৩ একর জমি অবৈধ দখলকারীদের হাতে ছিল। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়ার পরেও দখলদাররা শোনেননি। অভিযানের আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল।

(ঢাকাটাইমস/০৩মার্চ/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :