অবশেষে বেরোবির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

প্রকাশ | ০৩ মার্চ ২০১৯, ১৬:৫২

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস

দুই মাসের জট মাথায় নিয়ে শুরু হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ক্লাস। রবিবার আনুষ্ঠানিক ক্লাস শুরু ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগ।

জানা যায়, গত বছরের ২-৫ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এরপর সাক্ষাতকারসহ বিভিন্ন জটিলতায় প্রায় দুই মাস বিলম্ব করার পর নানান সমালোচনার মুখে সেন্ট্রাল ওরিয়েন্টেশন ছাড়াই ক্লাস শুরু করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দুই মাসের জট নিয়ে ক্লাস শুরুর ব্যাপারে জানতে চাইলে বেরোবি’র রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন’।
এ ব্যাপারে তাবিউর রহমান প্রধান বলেন, ‘আমরা আসন শূন্য রেখে নবীনদের ক্লাস শুরু করতে চাইনি। তাই ক্লাস শুরু করতে দুই মাস দেরি হয়েছে। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যেগে এবং বিভাগগুলোর আন্তরিকতায় এটি কাটিয়ে উঠবে।

ঢাকাটাইমস/০৩মার্চ/ইএস